Women's Fashion

ঘরে বসেই মেয়েদের মুখের উজ্জ্বলতা ও রূপচর্চার ৫টি আধুনিক পণ্য

ঘরে বসেই মেয়েদের মুখের উজ্জ্বলতা ও রূপচর্চার ৫টি আধুনিক পণ্য

বর্তমান সময়ে রূপচর্চা শুধু বিলাসিতা নয়, বরং নিজের প্রতি যত্ন নেওয়ার একটি অংশ। বিশেষ করে নারীদের মুখের ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে ও স্কিন হেলথ মেইনটেইন করতে আধুনিক নানবিধ ডিজিটাল গ্যাজেটের আগমনে এখন ঘরে বসেই রূপচর্চায় পার্লারের মত ভালো ফলাফল পাওয়া সম্ভব। এতে রূপচর্চায় অতিরিক্ত খরচ যেভাবে বাঁচানো সম্ভব তেমনই আপনার প্রয়োজন মত যেকোন সময়ে ব্যবহার করে সময় বাঁচানোও সম্ভব। তাই আজ আমরা জানব এমনই ৫টি আধুনিক ও কার্যকরী রূপচর্চার পণ্যের কথা, যেগুলো ব্যবহার করে খুব সহজেই বাড়িতে বসে মুখের যত্ন নেওয়া যায়।

১. Flawless Facial Hair Remover Machine

Flawless Facial Hair Remover Machine For Women in bd

মেয়েদের মুখে অতিরিক্ত লোম চেহারার সৌন্দর্য কিংবা উজ্জ্বলতা ভাব নষ্ট করতে পারে। মুখের লোম পরিস্কারে আজকাল অনেকেই পার্লারে গিয়ে ওয়্যাক্সিং বা থ্রেডিং করান। এসব পদ্ধতিতে ত্বকে র‍্যাশ বা ইনফেকশনও হতে পারে।

তাই মুখের পশম গুলো নিরাপদ ও ব্যথামুক্ত উপায়ে তুলে ফেলার জন্য Flawless Facial Hair Remover Machine হলো একদম পারফেক্ট সল্যুশন। এটি একটি পেন-সাইজের হেয়ার রিমুভার যা ব্যথাহীনভাবে মুখের অতিরিক্ত লোম তুলে ফেলে। এটি ব্যাবহারে ত্বকে কোন র‍্যাশ বা কালো দাগ পড়ে না, মেকআপের নিচে মুখ দেখতে হয় আরও স্মুথ, পোর্টেবল তাই সহজেই ব্যাগে রাখা যায়। মেশিনটি ডেইলি বা সাপ্তাহিক ব্যবহার করলে মুখ আরও ক্লিন ও গ্লোয়িং দেখায়।

২. Facial Aromatherapy Steamer Machine

NTFS Facial Aromatherapy Steamer Machine Price

নারীদের ত্বকের লোম কুপের ভিতরে ডার্ট এবং অতিরিক্ত অয়েল জমে থাকে যা ত্বকের উজ্জ্বলতা হ্রাস করে। এও সমস্যা সমধানে Facial Aromatherapy Steamer Machine একদম পারফেক্ট সল্যুশন। কারন এই মেশিন ত্বকের গভীরের লোমকূপ খুলে দেয়, যা ব্ল্যাকহেডস, ডার্ট এবং অতিরিক্ত অয়েল দূর করতে সাহায্য করে। পাশপাশি, এটি শুধু ত্বককে ক্লিন করে না, বরং ক্ত চলাচল বাড়িয়ে গ্লো আনে এবং অ্যারোমাথেরাপি হিসেবে রিলাক্সেশনও দেয়। অনেক নারীরা মুখে ব্রন সমস্যা নিয়ে দীর্ঘদিন অনেক কিছু ব্যবহার করেও কোন প্রতিকার পাচ্ছেন না। তারা ব্রন সমস্যা সমাধানেও এই Facial Aromatherapy Steamer Machine ব্যবহার করতে পারেন।

পরামর্শ ঃ

  • ফেস মাস্ক বা স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহারের আগে ব্যবহার করলে কার্যকারিতা দ্বিগুণ হয়
  • বাড়িতে সপ্তাহে ২ বার এই মেশিন ব্যবহার করলেই স্কিন অনেক ফ্রেশ ও উজ্জ্বল দেখায়।

৩. EMS Facial Lifting Massager For Face, Neck & Eye

Facial lifting massage

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মুখে বলিরেখা, চামড়া ঝুলে পড়া ও স্কিনের টাইটনেস কমে যাওয়া খুব স্বাভাবিক। কিন্তু তাই বলে সারাদিন এই নিয়ে চিন্তায় চিন্তায় ভেঙ্গে পরলে চলবে না। আস্থা রাখুন EMS Facial Lifting Massager For Face, Neck & Eye এর উপর। কারন এই আধুনিক মাসাজার ত্বকের গভীরে হালকা ইলেকট্রিক পালস পাঠায়, যা স্কিনকে স্টিমুলেট করে এবং প্রাকৃতিকভাবে লিফট করে। এতে মুখের এবং গলার ত্বক টানটান হয়, চোখের নিচের ফোলাভাব কমে, স্কিন টোন ইভেন করে এবং বলিরেখা হ্রাস করতে সহায়তা করে।

পরামর্শ ঃ

প্রতিদিন মাত্র ৫-১০ মিনিট ব্যবহার করলেই পার্থক্য চোখে পড়ার মতো।

৪. Rechargeable Blackheads and Whiteheads Remover Machine

Rechargeable Blackheads and Whiteheads Removal Machine For Man & Women

ব্ল্যাকহেডস এবং হোয়াইটহেডস হলো ত্বকের অন্যতম বড় শত্রু। এগুলো শুধু মুখের সৌন্দর্য নষ্ট করে না, বরং পিম্পল এবং ইনফেকশনের কারণও হতে পারে। আধুনিক এই মেশিনটি ভ্যাকুয়াম টেকনোলজি ব্যবহার করে ত্বকে কোনো ক্ষতি না করেই ব্ল্যাকহেডস এবং হোয়াইটহেডস খুব সহজে ত্বক থেকে তুলে ফেলে। এটি পোর্টেবল ও চার্জযোগ্য তাই যেকোন স্থানে বা যেকোন সময়ে ব্যবহার করা যায়। পাশপাশি, মেশিনটি নাক, থুতনি, কপাল, গাল ইত্যাদি জায়গায় ব্যবহার করা যায়।

পরামর্শ ঃ

যারা পার্লারে গিয়ে painful extraction করতে চান না, তাদের জন্য এটি আদর্শ একটি সল্যুশন।

৫. 2 in 1 Flawless Eyebrow & Facial Hair Trimmer

Flawless Eyebrow & Facial Hair Trimmer

ভ্রূ অতিরিক্ত মোটা কিংবা ভ্রূতে অতিরিক্ত লোম একজন নারীর সৌন্দর্যকে নষ্ট করতে পারে। এই সমস্যা সমধানে ব্যবহার করুন ১ মাঝে ২ গ্যাজেট, যার স্পেশাল ডিজাইন ভ্রু’র আকার ঠিক রেখে অতিরিক্ত লোম কাটতে সাহায্য করে। আবার একইসাথে এটি ছোট ছোট চেহারার লোম ক্লিন করতেও পারদর্শী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *