কায়সার ভাই একজন স্বর্ণ ব্যবসায়ী। ঢাকা শহরের এক বিখ্যাত শপিংমলে তার কয়েকটি দোকান রয়েছে। কিছুদিন আগে তার একটি দোকানে হতে চলেছিল ভয়াবহ এক চুরি। কিন্তু মহান আল্লাহর ইচ্ছায় এবং কায়সার ভাইয়ের বুদ্ধিতে চোরের দল ধরে পরে যায়। সেদিন তবে কি ঘটেছিল?
দিনটি ছিল শুক্রবার। সাধারণত শুক্রবার কায়সার ভাই একটু দেরি করেই দোকান খোলেন তার মধ্যে এই শীতের সকালে ক্রেতা তেমন নেই বললেই চলে। তাই শুক্রবার দোকান অন্যদিনের তুলনায় কিছুটা দেরিতে খুলে থাকে। যাই হোক। শপিং মলের সিকিউরিটি গার্ডকে দোকানের নতুন কর্মচারী পরিচয় দিয়ে ৩ জন যুবক পীঠে ব্যাগ নিয়ে মার্কেটের ভেতর প্রবেশ করে। মার্কেটে অনেক কর্মচারীই কিছুদিন পর পর চাকরি ছেড়ে চলে যায় অন্যদিকে প্রতিদিনই নতুন নতুন কর্মচারীরা জয়েন করে তাই ব্যাপারটা গার্ডদের কাছে স্বাভাবিক মনে হয়েছিল। সেই ৩ যুবক মার্কেটে ধুকেই সোজা চলে যায় কায়সার ভাইয়ের দোকানের সামনে। সেখানে তারা তাদের ব্যাগ থেকে হাতুরি, প্লাস সহ অন্যান্য আধুনিক সরঞ্জাম বের করে একে একে সবগুলো তালা আস্তে আস্তে ভাঙতে থেকে। কিন্তু সর্বশেষ একটি বিশেষ তালায় যখনই তারা আঘাত করেছে ঠিক তখনই সেই তালা বিকট শব্দে সাইরেন বেজে উঠে। কালক্ষেপণ না করে সিকিউরিটি গার্ডরা হুড়মুড় করে মার্কেটের ভেতর দলবল নিয়ে প্রবেশ করে এবং সেই ৩ চোরকে হাতে নাতে ধরে ফেলে।
বিশেষ তালাটার কাজ কি বা এটি দেখতেই বা কেমন ?
কায়সার ভাই যেই বিশেষ তালাটি ব্যবহার করেছিল সেই তালাটির নাম সিকিউরিটি এলার্ম লক। তালাটির বিশেষত্ব হল, এলার্ম একটিভেট থাকা অবস্থায় যদি কেউ তালাটি ধরে কিংবা ভাঙ্গার চেষ্টা করে বা অন্য কোন চাবি দিয়ে খোলার চেষ্টা করে তবে তালাটিতে ১১০ ডেজিবল উচ্চ আওয়াজ বেজে উঠবে যেটি অনেক দূর পর্যন্ত শোনা সম্ভব। পাশপাশি, তালাটি এলার্ম একটিভেট না করে নরমাল তালার মতও ব্যবহার করা সম্ভব।
তালাটি অর্ডার করতে নিচের অর্ডার বাটনে ক্লিক করুন
এটি কি ব্যাটারি দিয়ে চলে?
জি। এটা হাত ঘড়িতে যে ছোট ছোট ব্যাটারি ব্যবহার করা হয় সেই ব্যাটারি দিয়ে চলে। ব্যাটারিগুলো কয়েন সেল বা বাটন সেল ব্যাটারি হিসেবেও পরিচিত। তালার ভেতরে ৬টি ব্যাটারি লাগানো অবস্থায় রয়েছে সাথে আরও ৬টি অতিরিক্ত ব্যাটারি দেওয়া থাকবে। যাতে ভবিষ্যতে প্রয়োজনে আপনি ব্যাটারিগুলো পরিবর্তন করে নতুন ব্যাটারি লাগাতে পারেন।
চোর যদি ব্যাটারি খুলে ফেলে তাহলে তো আর শব্দ করবে না!
প্রথমত, আপনার তালায় যদি এলার্ম একটিভেট অবস্থায় থাকে তবে চোর ব্যাটারি খোলার জন্য তালা স্পর্শ করা মাত্রই এলার্ম বেজে উঠবে। দ্বিতীয়ত, লকের মধ্যে লাগানো স্ক্রু গুলো খুলতে হলে তালার উপরের অংশটা খুলতে হবে যেটা চাবি ছাড়া খোলা সম্ভব না।
সিকিউরিটি এলার্ম লক কোথায় কোথায় ব্যবহার করা সম্ভব
- দোকান
- অফিস
- বাসা বাড়ি
- বাইক
- সাইকেল
- কারখানা
- গোয়াল ঘড়
- ফ্যাক্টরি
- গ্যারেজ
- যেখানেই তালা লাগানোর জায়গা আছে সেখানেই