আমাদের শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের মাঝে পায়ের ভুমিকা অপরিসীম। প্রতিদিন এক স্থান থেকে অন্য স্থানে চলাফেরার জন্য আমরা সবাই কম বেশি পায়ের উপর নির্ভরশীল। শুধু কি তাই! পা আমাদের শরীরের সমস্ত ওজন বহন করে চলে। যার ফলে, পায়ের উপর সারাদিন নানবিধ এই চাপের প্রভাবে যেকোন বয়সেই যে কারোর পায়ের ব্যাথা দেখা দিতে পারে। অনেকের পায়ে মাংসজনিত ব্যাথা হলেও কারও ক্ষেত্রে বাতের ব্যাথা দেখা যায়। এইসব ক্ষেত্রে অনেকদিন যাবত নানা ধরনের ওষুধ বা বাম সেবন করলেও বেশিরভাগ ক্ষেত্রেই ভালো ফলাফল পাওয়া যায় না। অনেকে তাই নিরাশ হয়ে পায়ের ব্যাথা সহ্য করেই জীবন অতিবাহিত করে। তবে এই নিয়ে আর চিন্তার কিছু নেই! কারন ইএমএস ফুট ম্যাসাজার (EMS Foot Massager) ব্যবহার করলে আপনি অল্প দিনেই দীর্ঘদিনের পায়ের ব্যাথা কমিয়ে আরাম অনুভব করতে পারেন। শুধু কি তাই এই ফুট ম্যাসাজার আপনার পায়ের অতিরিক্ত চর্বি কমাতেও সাহায্য করে।
ই এম এস ফুট ম্যাসাজার কি?
EMS Mini Foot Massager একটি ছোট ইলেকট্রিক ডিভাইস যেটা রিচার্জেবল ব্যাটারি শক্তিকে কাজে লাগিয়ে ৮ধরনের ভিন্ন ভিন্ন কম্পন সৃষ্টি করে পায়ের ব্যাথা কমিয়ে আপনাকে আরাম দিয়ে থাকে। এটি এমন একটি আধুনিক যন্ত্র যেটি যুবক থেকে বৃদ্ধ সকলেই পায়ের ব্যাথা নিরাময়ে ব্যবহার করতে পারেন।
ই এম এস ইলেকট্রিক ফুট ম্যাসাজার ( EMS Foot Massager ) ব্যবহারের নিয়ম
ই এম এস ফুট ম্যাসাজারের ব্যবহার অন্য যেকোন ম্যাসাজার থেকে ভিন্ন। নিচের পদক্ষেপগুলো ভালোভাবে লক্ষ্য করলে আপনি খুব সহজেই ব্যবহারের নিয়ম বুঝতে পারবেন।
- প্রথমে, মেশিনের সাথে ফুট ম্যাসেজ প্যাডটি সাবধানে সংযুক্ত করুন।
- এরপর আপনার পায়ের পাতা ফুট ম্যাসাজের প্যাডের উপর রাখুন
- পাওয়ার চালু করতে (+) বোতাম টিপুন এবং তীব্রতার মাত্রা বাড়াতে বোতাম টিপতে থাকুন।
- পাওয়ার অফ করতে (-) বোতাম টিপুন এবং তীব্রতা স্তর কমাতে বোতাম টিপুন।
- 8টি ভিন্ন ভিন্ন ম্যাসেজ মোডের স্বাদ নিতে M বোতাম টিপুন। এগুলো হল বিট, ম্যাসেজ, অ্যাক্টিভেশন, ট্রেন, নীড, শেপিং, এক্সট্রুশন এবং স্ল্যাপ
- মেশিনটি চার্জ করার জন্য, প্রদত্ত USB কেবলটি আপনার মোবাইল চার্জার পোর্টের সাথে সংযুক্ত করুন।
ই এম এস ইলেকট্রিক ফুট ম্যাসাজার ( EMS Foot Massager ) ব্যবহারের উপকারিতা
পায়ের ব্যাথা কমার জন্য অনেকদিন যাবত ওষুধ খেলে শরীরের উপর সেটার বাজে সাইড ইফেক্ট পরতে দেখা যায়। তবে চিকিৎসা বিজ্ঞানীদের মতে, ব্যাথা নিরাময়ে ই এম এস ফুট ম্যাসাজার ব্যবহার করলে এর তেমন কোন সাইড ইফেক্ট নেই বললেই চলে। নিচে এটি ব্যবহারে উপকারিতাগুলো বলা হল ঃ
- এটি আপনাকে দীর্ঘদিনের পায়ের ব্যথা থেকে মুক্তি দিবে
- পায়ের অতিরিক্ত মেদ কমাতে সাহায্য করবে
- ম্যাসাজারটি পেশীর ভিতরে উদ্দীপিত করতে সাহায্য করে
- পায়ের রক্ত সঞ্চালন ব্যবস্থা উন্নত করতে সাহায্য করে
ই এম এস ফুট ম্যাসাজারের দাম
বাজারে আজকাল অনেকেই কম দামে নকল ই এম এস ফুট ম্যাসাজার কম দামে ক্রয় করতে পেরে বেশ খুশি হন। তবে নকল পণ্য যেমন দামে কম তেমনই মানেও খুব বাজে। তাই ক্রেতাদের প্রয়োজনীয়তাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে অনলাইনে আমরা অরিজিনাল ফুট ম্যাসাজার খুবই সীমিত লাভে ৪০০ টাকায় দিচ্ছি
অন্যান্য ব্লগ